‘ইন্টারন্যাশনাল লার্জেস্ট কম্পিটিশন-ইন্সপিরেলি অ্যাওয়ার্ডস-২০২০’ প্রতিযোগিতায়, যে-প্রতিযোগিতা বিশ্বের এক অনন্য সাধারণ স্থাপত্য প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় প্রিমিয়ার ইউনিভার্সিটি গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টস (ইউরোপ কন্টিনেন্টাল), আফ্রিকা ইউনিয়ন অব আর্কিটেক্টস ও লুমিওন আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বৃত্তান্ত ব্যাচের ৬ জন শিক্ষার্থীর একটি দল ‘দি রিটার্ন অব দ্য সিটি’স ওয়াটার স্পাইন’ প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে। এই ৬ জন শিক্ষার্থী হলেন- তানভীরুল হাকিম, মো. জুনায়েদ সাইফ রুম্মান, পায়েল সেনগুপ্তা, জর্জিনা ফারাহ স্মৃতি, সোহানুর ইসলাম সজীব এবং পুনম দাশ। দলনেতা ছিলেন তানভীরুল হাকিম। তত্ত্বাবধায়ক ছিলেন স্থাপত্য বিভাগের শিক্ষক স্থপতি কুহেলী চৌধুরী। বিশ্বের ১০৬ টি দেশ থেকে ১৩০৪ টি প্রজেক্ট এই প্রতিযোগিতায় জমা পড়ে।
গ্লোবাল ওয়ার্মিং-এর কারণে বাংলাদেশের মতো অনেকগুলো দেশ প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ অঞ্চল চট্টগ্রাম এখন জলাবদ্ধতা ও অপরিকল্পিত নগরায়ন সমস্যার শিকার। এই সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে একটি পরিকল্পিত নগরের চিন্তা করে প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের দলটি তাদের প্রজেক্টটি তৈরি করে। এই প্রজেক্ট গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ায় প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন স্থাপত্য বিভাগের দলটিকে আন্তরিক ভালোবাসা ও প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, প্রিমিয়ার ইউনিভার্সিটি সর্বপ্রথম বাংলাদেশ থেকে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আগামী ৪ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনলাইনে সম্প্রচার করা হবে।
গতকাল ১৮ অক্টোবর ২০২০, রবিবার, বেলা ১২ টায় স্থাপত্য বিভাগের বৃত্তান্ত ব্যাচের দলটি উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। দলটির সঙ্গে ছিলেন দলটির তত্ত্বাবধায়ক স্থপতি কুহেলী চৌধুরী। এসময় উপাচার্য ড. অনুপম সেন বলেন, আমি উচ্ছ্বসিত ‘ইন্টারন্যাশনাল লার্জেস্ট কম্পিটিশন-ইন্সপিরেলি অ্যাওয়ার্ডস-২০২০’ প্রতিযোগিতায় প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বৃত্তান্ত ব্যাচের দলটি গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ায়। এতে প্রমাণিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটির সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। তিনি দলটির ‘দি রিটার্ন অব দ্য সিটি’স ওয়াটার স্পাইন’ প্রজেক্ট-এর প্রশংসা করে বলেন, এই প্রজেক্ট অনুসারে অপরিকল্পিতভাবে গড়ে উঠা নগরীকে পুনরুদ্ধার করা যাবে।
এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের চেয়ারম্যান ও বিশিষ্ট স্থপতি প্রফেসর সোহেল এম শাকুর, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, সহকারী ডিরেক্টর (স্টুডেন্টস’ ওয়েলফেয়ার) জনাব পঙ্কজ বিশ্বাস।
প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৫’ উপলক্ষে সিম্পোজিয়াম ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটি-ইউটিএস প্রোগ্রামের ৬ষ্ঠ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে ‘পোস্ট বাজেট ডিসকাশন : ২০২৫-২০২৬’ শীর্ষক সেমিনার ।
Read Moreবাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রিমিয়ার ইউনিভার্সিটির আইকিউএসি পরিদর্শন ।
Read Moreএনএসইউ’র সোশ্যাল বিজনেস একাডেমিয়া ডায়ালগ ও থ্রি জিরো ক্লাব কনভেনশনে প্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির ।
Read MoreProf. Nasrul Qadir envisages a politically aware, academically strong generation.
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘প্রস্তাবিত বাংলাদেশ জাতীয় বাজেট-২০২৫-২০২৬’ শীর্ষক সেমিনার ।
Read MoreSunday, 18 October, 2020
‘ইন্টারন্যাশনাল লার্জেস্ট কম্পিটিশন-ইন্সপিরেলি অ্যাওয়ার্ডস-২০২০’ প্রতিযোগিতায়, যে-প্রতিযোগিতা বিশ্বের এক অনন্য সাধারণ স্থাপত্য প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় প্রিমিয়ার ইউনিভার্সিটি গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টস (ইউরোপ কন্টিনেন্টাল), আফ্রিকা ইউনিয়ন অব আর্কিটেক্টস ও লুমিওন আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বৃত্তান্ত ব্যাচের ৬ জন শিক্ষার্থীর একটি দল ‘দি রিটার্ন অব দ্য সিটি’স ওয়াটার স্পাইন’ প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে। এই ৬ জন শিক্ষার্থী হলেন- তানভীরুল হাকিম, মো. জুনায়েদ সাইফ রুম্মান, পায়েল সেনগুপ্তা, জর্জিনা ফারাহ স্মৃতি, সোহানুর ইসলাম সজীব এবং পুনম দাশ। দলনেতা ছিলেন তানভীরুল হাকিম। তত্ত্বাবধায়ক ছিলেন স্থাপত্য বিভাগের শিক্ষক স্থপতি কুহেলী চৌধুরী। বিশ্বের ১০৬ টি দেশ থেকে ১৩০৪ টি প্রজেক্ট এই প্রতিযোগিতায় জমা পড়ে।
গ্লোবাল ওয়ার্মিং-এর কারণে বাংলাদেশের মতো অনেকগুলো দেশ প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ অঞ্চল চট্টগ্রাম এখন জলাবদ্ধতা ও অপরিকল্পিত নগরায়ন সমস্যার শিকার। এই সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে একটি পরিকল্পিত নগরের চিন্তা করে প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের দলটি তাদের প্রজেক্টটি তৈরি করে। এই প্রজেক্ট গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ায় প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন স্থাপত্য বিভাগের দলটিকে আন্তরিক ভালোবাসা ও প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, প্রিমিয়ার ইউনিভার্সিটি সর্বপ্রথম বাংলাদেশ থেকে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আগামী ৪ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনলাইনে সম্প্রচার করা হবে।
গতকাল ১৮ অক্টোবর ২০২০, রবিবার, বেলা ১২ টায় স্থাপত্য বিভাগের বৃত্তান্ত ব্যাচের দলটি উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। দলটির সঙ্গে ছিলেন দলটির তত্ত্বাবধায়ক স্থপতি কুহেলী চৌধুরী। এসময় উপাচার্য ড. অনুপম সেন বলেন, আমি উচ্ছ্বসিত ‘ইন্টারন্যাশনাল লার্জেস্ট কম্পিটিশন-ইন্সপিরেলি অ্যাওয়ার্ডস-২০২০’ প্রতিযোগিতায় প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বৃত্তান্ত ব্যাচের দলটি গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ায়। এতে প্রমাণিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটির সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। তিনি দলটির ‘দি রিটার্ন অব দ্য সিটি’স ওয়াটার স্পাইন’ প্রজেক্ট-এর প্রশংসা করে বলেন, এই প্রজেক্ট অনুসারে অপরিকল্পিতভাবে গড়ে উঠা নগরীকে পুনরুদ্ধার করা যাবে।
এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের চেয়ারম্যান ও বিশিষ্ট স্থপতি প্রফেসর সোহেল এম শাকুর, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, সহকারী ডিরেক্টর (স্টুডেন্টস’ ওয়েলফেয়ার) জনাব পঙ্কজ বিশ্বাস।