puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo

মুজিববর্ষ উপলক্ষে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সারাদেশে এক কোটি চারা (একটি করে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা) বিতরণ ও বৃক্ষরোপণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রিমিয়ার ইউনিভার্সিটিতে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট ২০২১, মঙ্গলবার, সকাল ১১টায় এই কর্মসূচি উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম থেকে সংগৃহীত চারা দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। সংগৃহীত চারাসমূহের মধ্যে হরিতকি, বাসক, আমলকি, অর্জুন, কাঁটা জামির, আতা, বহেরা, এলাচি লেবু, বকুল, পাইনাগুলা, রিটা, কাঞ্চন, বেলা, জারুল, পালং, সোনাইল, সিন্দুরী, তেলসুর, বুদ্ধ নারকেল, কালাজাম, লোহাকাঠ, বক্স বাদাম, গর্জন, চম্পা, দেবদারু ও কদম প্রভৃতি উল্লেখযোগ্য। উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে বলেন, মুজিববর্ষে বৃক্ষরোপণ মানে জাতির জনক বঙ্গবন্ধুকে বিশেষভাবে স্মরণ করা। কারণ তিনি খুবই বৃক্ষপ্রেমিক ছিলেন। রাষ্ট্রক্ষমতায় থাকাকালে তিনি অনেক বৃক্ষ রোপণ করেছিলেন। তিনি অনুভব করেছিলেন, বাংলাদেশকে শান্ত, স্নিগ্ধ, সবুজ ও সুন্দর রাখতে গেলে বৃক্ষ রোপণ করতে হবে।
ড. সেন আরও বলেন, প্রকৃতি তার ভারসাম্য প্রতিষ্ঠার মাধ্যমে পরিবেশ রক্ষা করে থাকে। এক্ষেত্রে তাকে সহায়তা করে বৃক্ষরাজি ও বন-বনাঞ্চল। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, মানুষ নিজেকে সভ্য করার জন্য এবং সভ্যতা প্রতিষ্ঠার জন্য বারবার প্রকৃতির বুকে আঘাত হেনেছে। একারণে প্রকৃতিও বারবার প্রতিশোধ নিয়েছে। বন্যা, খরা, সুনামি ও ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির প্রতিশোধের উদাহরণ।
তিনি ‘পরিবেশের বিপর্যয় ঠেকানোর জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই’ উল্লেখ করে বলেন, প্রকৃতির প্রতিশোধের কারণে পৃথিবীর অনেক অঞ্চল আজ মরুভূমি, অন্যান্য অঞ্চলেও বিশ্বপ্রকৃতি আজ বিপর্যস্ত ।
প্রফেসর ড. অনুপম সেনের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পরে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, উপাচার্যের উপদেষ্টা ও চীফ ইঞ্জিনিয়ার জনাব মো. আবু তাহের, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শেখ মুহাম্মদ ইব্রাহিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, প্রক্টর আহমদ রাজীব চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান ও স্থপতি শহীদুল হক ।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে বরণ ও বিদায় অনুষ্ঠান ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে ‘হেলথি বিল্ডিং রিসার্চ এন্ড ইনোভেশন কনসেপ্ট’ শীর্ষক সেমিনার ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৫’ উপলক্ষে সিম্পোজিয়াম ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে এডুকেশন ইউএসএ প্রতিনিধি দলের মতবিনিময় সভা ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি-ইউটিএস প্রোগ্রামের ৬ষ্ঠ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে ‘পোস্ট বাজেট ডিসকাশন : ২০২৫-২০২৬’ শীর্ষক সেমিনার ।

Read More

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রিমিয়ার ইউনিভার্সিটির আইকিউএসি পরিদর্শন ।

Read More

মুজিববর্ষ উপলক্ষে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Wednesday, 18 August, 2021

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সারাদেশে এক কোটি চারা (একটি করে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা) বিতরণ ও বৃক্ষরোপণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রিমিয়ার ইউনিভার্সিটিতে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট ২০২১, মঙ্গলবার, সকাল ১১টায় এই কর্মসূচি উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম থেকে সংগৃহীত চারা দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। সংগৃহীত চারাসমূহের মধ্যে হরিতকি, বাসক, আমলকি, অর্জুন, কাঁটা জামির, আতা, বহেরা, এলাচি লেবু, বকুল, পাইনাগুলা, রিটা, কাঞ্চন, বেলা, জারুল, পালং, সোনাইল, সিন্দুরী, তেলসুর, বুদ্ধ নারকেল, কালাজাম, লোহাকাঠ, বক্স বাদাম, গর্জন, চম্পা, দেবদারু ও কদম প্রভৃতি উল্লেখযোগ্য। উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে বলেন, মুজিববর্ষে বৃক্ষরোপণ মানে জাতির জনক বঙ্গবন্ধুকে বিশেষভাবে স্মরণ করা। কারণ তিনি খুবই বৃক্ষপ্রেমিক ছিলেন। রাষ্ট্রক্ষমতায় থাকাকালে তিনি অনেক বৃক্ষ রোপণ করেছিলেন। তিনি অনুভব করেছিলেন, বাংলাদেশকে শান্ত, স্নিগ্ধ, সবুজ ও সুন্দর রাখতে গেলে বৃক্ষ রোপণ করতে হবে।
ড. সেন আরও বলেন, প্রকৃতি তার ভারসাম্য প্রতিষ্ঠার মাধ্যমে পরিবেশ রক্ষা করে থাকে। এক্ষেত্রে তাকে সহায়তা করে বৃক্ষরাজি ও বন-বনাঞ্চল। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, মানুষ নিজেকে সভ্য করার জন্য এবং সভ্যতা প্রতিষ্ঠার জন্য বারবার প্রকৃতির বুকে আঘাত হেনেছে। একারণে প্রকৃতিও বারবার প্রতিশোধ নিয়েছে। বন্যা, খরা, সুনামি ও ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির প্রতিশোধের উদাহরণ।
তিনি ‘পরিবেশের বিপর্যয় ঠেকানোর জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই’ উল্লেখ করে বলেন, প্রকৃতির প্রতিশোধের কারণে পৃথিবীর অনেক অঞ্চল আজ মরুভূমি, অন্যান্য অঞ্চলেও বিশ্বপ্রকৃতি আজ বিপর্যস্ত ।
প্রফেসর ড. অনুপম সেনের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পরে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, উপাচার্যের উপদেষ্টা ও চীফ ইঞ্জিনিয়ার জনাব মো. আবু তাহের, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শেখ মুহাম্মদ ইব্রাহিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, প্রক্টর আহমদ রাজীব চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান ও স্থপতি শহীদুল হক ।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.