Logo

Premier University
Center Of Excellence For Quality Learning

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও প্রিমিয়ার ইউনিভার্সিটির কর্মশালা

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশনস এন্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে ২০২৪, রবিবার, বেলা ২টায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। কিনোট স্পিকার ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মানিত সদস্য প্রফেসর ড. এস. এম. কবীর। প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসা-প্রশাসন বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইংরেজি বিভাগ, আইন বিভাগ, অর্থনীতি বিভাগ ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন তাঁর বক্তব্যে বলেন, আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটির ছয়টি বিভাগ অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছে। এই অ্যাক্রেডিটেশন প্রাপ্তি একটি বিশ্ববিদ্যালয়ের জন্য বড় অর্জন। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মানিত সদস্য প্রফেসর ড. এস. এম. কবীর প্রিমিয়ার ইউনিভার্সিটির ছয়টি বিভাগের শিক্ষকদের, যাঁরা এই অ্যাক্রেডিটেশন কার্যক্রমের সঙ্গে যুক্ত, তাঁদের সঙ্গে অ্যাক্রেডিটেশনের জন্য বিশ্ববিদ্যালয়কে যেসব বিদ্যায়তনিক আবশ্যিক প্রয়োজন অর্জন করতে হবে, সেসব বিষয়ে যে-আলোচনা করেছেন, তা খুবই ফলপ্রসূ হয়েছে বলে আমি মনে করি। এইজন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
কিনোট স্পিকার প্রফেসর ড. এস. এম. কবীর বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে অ্যাক্রেডিটেশনের যে-প্রস্তুতি গ্রহণ করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয় ও আশাব্যঞ্জক।
কর্মশালায় উপস্থিত ছিলেন ট্রেজারার এবং আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির পরিচালক প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ, আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক প্রফেসর এম মঈনুল হক ও মোহাম্মদ ইফতেখার মনির।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষাকার্যক্রম সম্পূর্ণভাবে স্বাভাবিক

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে বন্যা পরবর্তী ফ্রি হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ সেবা।

Read More

অভিনন্দন বার্তা জনাব মোঃ ইকবাল হোসেন কে যিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগদান করেছেন৷

Read More

প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বে গঠিত অন্তরবর্তীকালীন সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা।

Read More

Kelly Royster, English Fellow from USA, presents valuable books to Premier University

Read More

Exciting News from Premier University's EEE Department!

Read More

নতুন উচ্চতায় প্রিমিয়ারের স্থাপত্য বিভাগ!!

Read More

Quick Links and Contacts


Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.