প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী ও চট্টগ্রাম অঞ্চলের প্রযুক্তি শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনের জন্য প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পরিচালনা করা হবে। পরিচালনা করবে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও বিআইটিএম (বেসিস ইন্সটিটিউট অব ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট), বেসিস। এ ব্যাপারে বিআইটিএম, বেসিস এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) ১৫ অক্টোবর ২০২৩, রবিবার, বিকেল ৩টায় সম্পন্ন হয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. সাহীদ মো. আসিফ ইকবাল, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামিরা জুবেরি হিমিকা, বিআইটিএম-এর ট্রেনিং কোঅর্ডিনেটর খালেদা বেগম ও অ্যাসিসটেন্ট ম্যানেজার (কোঅর্ডিনেশন এন্ড কোলাবরেশন) মো. মোফাজ্জল হোসাইন।
এমওইউতে স্বাক্ষর করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্র্রার জনাব খুরশিদুর রহমান এবং বিআইটিএম, বেসিসের পক্ষে বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামিরা জুবেরি হিমিকা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে টেকনোলজির অগ্রগতি জানার জন্য এবং সেই সঙ্গে উপযুক্ত দক্ষতা অর্জনের জন্য এই কোর্সগুলো প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের ও চট্টগ্রাম অঞ্চলের প্রযুক্তি শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে ‘পোস্ট বাজেট ডিসকাশন : ২০২৫-২০২৬’ শীর্ষক সেমিনার ।
Read Moreবাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রিমিয়ার ইউনিভার্সিটির আইকিউএসি পরিদর্শন ।
Read Moreএনএসইউ’র সোশ্যাল বিজনেস একাডেমিয়া ডায়ালগ ও থ্রি জিরো ক্লাব কনভেনশনে প্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির ।
Read MoreProf. Nasrul Qadir envisages a politically aware, academically strong generation.
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘প্রস্তাবিত বাংলাদেশ জাতীয় বাজেট-২০২৫-২০২৬’ শীর্ষক সেমিনার ।
Read Moreপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীদের গবেষণাপ্রবন্ধ উপস্থাপন ।
Read Moreপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে রথযাত্রা ২০২৫ উদযাপন ।
Read MoreSunday, 15 October, 2023
প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী ও চট্টগ্রাম অঞ্চলের প্রযুক্তি শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনের জন্য প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পরিচালনা করা হবে। পরিচালনা করবে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও বিআইটিএম (বেসিস ইন্সটিটিউট অব ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট), বেসিস। এ ব্যাপারে বিআইটিএম, বেসিস এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) ১৫ অক্টোবর ২০২৩, রবিবার, বিকেল ৩টায় সম্পন্ন হয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. সাহীদ মো. আসিফ ইকবাল, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামিরা জুবেরি হিমিকা, বিআইটিএম-এর ট্রেনিং কোঅর্ডিনেটর খালেদা বেগম ও অ্যাসিসটেন্ট ম্যানেজার (কোঅর্ডিনেশন এন্ড কোলাবরেশন) মো. মোফাজ্জল হোসাইন।
এমওইউতে স্বাক্ষর করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্র্রার জনাব খুরশিদুর রহমান এবং বিআইটিএম, বেসিসের পক্ষে বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামিরা জুবেরি হিমিকা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে টেকনোলজির অগ্রগতি জানার জন্য এবং সেই সঙ্গে উপযুক্ত দক্ষতা অর্জনের জন্য এই কোর্সগুলো প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের ও চট্টগ্রাম অঞ্চলের প্রযুক্তি শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।