প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অধ্যাপক ড. মোহীত উল আলমের আত্মজীবনী নিয়ে ‘ডেল বুক ক্লাব’-এর বিশেষ আলোচনা অনুষ্ঠান ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা অনুষদের ডিন, ইংরেজি বিভাগের শিক্ষক ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহীত উল আলমের আত্মজীবনী ‘মাই লাইফ প্লাস মাইনাস’-এর ওপর ভিত্তি করে ডেল বুক ক্লাব আয়োজিত দুই পর্বের ‘বুকটক’ ও বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে লেখকের বর্ণাঢ্য জীবন, সাহিত্যিক দর্শন ও বুদ্ধিবৃত্তিক যাত্রা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
২২ ডিসেম্বর ২০২৫, অনুষ্ঠিত প্রথম পর্বের অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই লেখককে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন শিক্ষার্থী নূর হোসেন মুকুট। শিক্ষার্থী মেহেরুন্নেসার সঞ্চালনায় লেখকের একটি বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এতে বইটির বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা ও পর্যালোচনা পেশ করেন শিক্ষার্থী তাসিন হোসাইন, প্রজ্ঞা পারমিতা ও অর্জিতা সেন চৌধুরী।
২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, দ্বিতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ জসীম উদ্দীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। শিক্ষকদের এই পর্বে বইটির তাত্ত্বিক ও প্রায়োগিক দিক এবং তরুণ পাঠকদের ওপর এর ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
বইটি নিয়ে দুই পর্বের এই আয়োজনে আলোচনায় অংশ নেন সহযোগী অধ্যাপক সাদাত জামান খান, ড. আব্দুর রহিম, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহযোগী অধ্যাপক গাজী শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম রাইম, শান্তুনু দাশ, কোহিনুর আক্তার এবং প্রভাষক মো. মেহেদী রহমানসহ অন্যান্য শিক্ষকগণ। বক্তারা অভিমত ব্যক্ত করেন যে, অধ্যাপক আলমের এই আত্মচরিত কেবল ব্যক্তিগত ইতিহাস নয়, বরং এটি সমাজ ও সাহিত্যের একটি প্রামাণ্য দলিল।
নিজের বক্তব্যে অধ্যাপক ড. মোহীত উল আলম তাঁর জীবনের বিভিন্ন চড়াই-উতরাই এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনের নেপথ্য গল্পগুলো উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি ডেল বুক ক্লাবের এই সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
দুই পর্বের এই আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী অর্পা দে এবং রাহুল দে। প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব ও লেখক কর্তৃক বই স্বাক্ষরের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। ডেল বুক ক্লাবের এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ পারভীন সিঁথি এবং রুমানা চৌধুরী। প্রিমিয়ার ইউনিভার্সিটির সাহিত্য ও পাঠ্য-সংস্কৃতি বিকাশে এই আয়োজন এক বিশেষ মাত্রা যোগ করেছে বলে বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সৈয়দ জসীম উদ্দীন তাঁদের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের উদ্যোগে ‘প্রজেক্ট ডে ফল-২০২৫’ ।
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অধ্যাপক ড. মোহীত উল আলমের আত্মজীবনী নিয়ে ‘ডেল বুক ক্লাব’-এর বিশেষ আলোচনা অনুষ্ঠান ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা অনুষদের ডিন, ইংরেজি বিভাগের শিক্ষক ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহীত উল আলমের আত্মজীবনী ‘মাই লাইফ প্লাস মাইনাস’-এর ওপর ভিত্তি করে ডেল বুক ক্লাব আয়োজিত দুই পর্বের ‘বুকটক’ ও বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে লেখকের বর্ণাঢ্য জীবন, সাহিত্যিক দর্শন ও বুদ্ধিবৃত্তিক যাত্রা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
২২ ডিসেম্বর ২০২৫, অনুষ্ঠিত প্রথম পর্বের অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই লেখককে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন শিক্ষার্থী নূর হোসেন মুকুট। শিক্ষার্থী মেহেরুন্নেসার সঞ্চালনায় লেখকের একটি বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এতে বইটির বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা ও পর্যালোচনা পেশ করেন শিক্ষার্থী তাসিন হোসাইন, প্রজ্ঞা পারমিতা ও অর্জিতা সেন চৌধুরী।
২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, দ্বিতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ জসীম উদ্দীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। শিক্ষকদের এই পর্বে বইটির তাত্ত্বিক ও প্রায়োগিক দিক এবং তরুণ পাঠকদের ওপর এর ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
বইটি নিয়ে দুই পর্বের এই আয়োজনে আলোচনায় অংশ নেন সহযোগী অধ্যাপক সাদাত জামান খান, ড. আব্দুর রহিম, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহযোগী অধ্যাপক গাজী শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম রাইম, শান্তুনু দাশ, কোহিনুর আক্তার এবং প্রভাষক মো. মেহেদী রহমানসহ অন্যান্য শিক্ষকগণ। বক্তারা অভিমত ব্যক্ত করেন যে, অধ্যাপক আলমের এই আত্মচরিত কেবল ব্যক্তিগত ইতিহাস নয়, বরং এটি সমাজ ও সাহিত্যের একটি প্রামাণ্য দলিল।
নিজের বক্তব্যে অধ্যাপক ড. মোহীত উল আলম তাঁর জীবনের বিভিন্ন চড়াই-উতরাই এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনের নেপথ্য গল্পগুলো উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি ডেল বুক ক্লাবের এই সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
দুই পর্বের এই আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী অর্পা দে এবং রাহুল দে। প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব ও লেখক কর্তৃক বই স্বাক্ষরের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। ডেল বুক ক্লাবের এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ পারভীন সিঁথি এবং রুমানা চৌধুরী। প্রিমিয়ার ইউনিভার্সিটির সাহিত্য ও পাঠ্য-সংস্কৃতি বিকাশে এই আয়োজন এক বিশেষ মাত্রা যোগ করেছে বলে বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সৈয়দ জসীম উদ্দীন তাঁদের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।