puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেনের প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য পদে পুনঃনিয়োগ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, বিশিষ্ট লেখক, প্রফেসর ড. অনুপম সেনকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ (বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী) চট্টগ্রাম তথা বাংলাদেশে উচ্চমানস¤পন্ন শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা পালনকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার ইউনিভার্সিটি'র উপাচার্য পদে পুনরায় নিয়োগ প্রদান করেছেন।
চট্টগ্রাম মহানগরীতে জন্মগ্রহণকারী প্রফেসর সেনের পিতা-বিরেন্দ্রলাল সেন ও মাতা-স্নেহলতা সেন। পিতা বিরেন্দ্রলাল সেন ইংরেজিতে এমএ ও বিএল ডিগ্রি প্রাপ্ত ছিলেন এবং চট্টগ্রাম কোর্টে ওকালতি পেশায় নিযুক্ত ছিলেন। মাতা স্নেহলতা সেন বেথুন স্কুল থেকে তাঁর পাঠ সম্পন্ন করেন। প্রফেসর সেন চট্টগ্রাম মহানগরীতে জন্মগ্রহণ করলেও তাঁর গ্রামের বাড়ি পটিয়া উপজেলার ধলঘাটে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে তিনি সমাজতত্ত্বে এমএ ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রকাশনা প্রতিষ্ঠান রাউটলেজ এন্ড কেগানপল থেকে তাঁর ‘দি স্টেট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড ক্লাশ ফরমেশন ইন ইন্ডিয়া’ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। গ্রন্থটি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স গ্রন্থ হিসেবে পড়ানো হয়; যেমন, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়, আমেরিকার ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়; সুইডেনের টিনবারজেন বিশ্ববিদ্যালয় (১৯৬৯ সালে অর্থনীতিতে ১ম নোবেল পুরস্কারপ্রাপ্ত টিনবারজেনের নামে এই বিশ্ববিদ্যালয়), ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়, জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়। এই গ্রন্থটি রাউটলেজ আবার প্রকাশ করেছে ২০১৭ সালে, ‘রাউটলেজ লাইব্রেরি এডিশন: ব্রিটিশ ইন ইন্ডিয়া’ শিরোনামে। এই গ্রন্থটি উন্নয়ন অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের অনেক গবেষক কর্তৃক বহুল উদ্ধৃত। গুগল স্কলারে এ পর্যন্ত গ্রন্থটির ১২১ বার উদ্ধৃত দেখা যাচ্ছে। এই গ্রন্থটি ছাড়াও প্রফেসর সেন আরও ১৬টি গ্রন্থ রচনা করেছেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৫’ উপলক্ষে সিম্পোজিয়াম ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি-ইউটিএস প্রোগ্রামের ৬ষ্ঠ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে ‘পোস্ট বাজেট ডিসকাশন : ২০২৫-২০২৬’ শীর্ষক সেমিনার ।

Read More

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রিমিয়ার ইউনিভার্সিটির আইকিউএসি পরিদর্শন ।

Read More

এনএসইউ’র সোশ্যাল বিজনেস একাডেমিয়া ডায়ালগ ও থ্রি জিরো ক্লাব কনভেনশনে প্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির ।

Read More

Prof. Nasrul Qadir envisages a politically aware, academically strong generation.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘প্রস্তাবিত বাংলাদেশ জাতীয় বাজেট-২০২৫-২০২৬’ শীর্ষক সেমিনার ।

Read More

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেনের প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য পদে পুনঃনিয়োগ

Tuesday, 21 March, 2023

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, বিশিষ্ট লেখক, প্রফেসর ড. অনুপম সেনকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ (বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী) চট্টগ্রাম তথা বাংলাদেশে উচ্চমানস¤পন্ন শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা পালনকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার ইউনিভার্সিটি'র উপাচার্য পদে পুনরায় নিয়োগ প্রদান করেছেন।
চট্টগ্রাম মহানগরীতে জন্মগ্রহণকারী প্রফেসর সেনের পিতা-বিরেন্দ্রলাল সেন ও মাতা-স্নেহলতা সেন। পিতা বিরেন্দ্রলাল সেন ইংরেজিতে এমএ ও বিএল ডিগ্রি প্রাপ্ত ছিলেন এবং চট্টগ্রাম কোর্টে ওকালতি পেশায় নিযুক্ত ছিলেন। মাতা স্নেহলতা সেন বেথুন স্কুল থেকে তাঁর পাঠ সম্পন্ন করেন। প্রফেসর সেন চট্টগ্রাম মহানগরীতে জন্মগ্রহণ করলেও তাঁর গ্রামের বাড়ি পটিয়া উপজেলার ধলঘাটে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে তিনি সমাজতত্ত্বে এমএ ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রকাশনা প্রতিষ্ঠান রাউটলেজ এন্ড কেগানপল থেকে তাঁর ‘দি স্টেট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড ক্লাশ ফরমেশন ইন ইন্ডিয়া’ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। গ্রন্থটি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স গ্রন্থ হিসেবে পড়ানো হয়; যেমন, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়, আমেরিকার ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়; সুইডেনের টিনবারজেন বিশ্ববিদ্যালয় (১৯৬৯ সালে অর্থনীতিতে ১ম নোবেল পুরস্কারপ্রাপ্ত টিনবারজেনের নামে এই বিশ্ববিদ্যালয়), ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়, জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়। এই গ্রন্থটি রাউটলেজ আবার প্রকাশ করেছে ২০১৭ সালে, ‘রাউটলেজ লাইব্রেরি এডিশন: ব্রিটিশ ইন ইন্ডিয়া’ শিরোনামে। এই গ্রন্থটি উন্নয়ন অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের অনেক গবেষক কর্তৃক বহুল উদ্ধৃত। গুগল স্কলারে এ পর্যন্ত গ্রন্থটির ১২১ বার উদ্ধৃত দেখা যাচ্ছে। এই গ্রন্থটি ছাড়াও প্রফেসর সেন আরও ১৬টি গ্রন্থ রচনা করেছেন।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.