প্রিমিয়ার ইউনিভাসির্টির প্রত্যেক শিক্ষার্থীর অনলাইন ক্লাসে শতভাগ অংশগ্রহণ নিশ্চিতকরণে প্রত্যেক শিক্ষার্থীকে সাশ্রয়ী মুল্যে মাসিক ডাটা প্রদান করা হচ্ছে
প্রিমিয়ার ইউনিভাসির্টির শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে সরকারি নির্দেশনা মোতাবেক বিগত মে, ২০২০ হতে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে। প্রিমিয়ার ইউনিভাসির্টি সবসময় শিক্ষার্থীবান্ধব কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে বদ্ধপরিকর। এরই পরিপ্রেক্ষিতে প্রিমিয়ার ইউনিভাসির্টির প্রত্যেক শিক্ষার্থীর অনলাইন ক্লাসে শতভাগ অংশগ্রহণ নিশ্চিতকরণে প্রত্যেক শিক্ষার্থীকে অত্যন্ত সাশ্রয়ী মুল্যে মাসিক ডাটাপ্যাক প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই উদ্দেশ্য বাস্তবায়নে প্রসিদ্ধ মোবাইল কোম্পানী রবি আজিয়াটা লিমিটেড এর সঙ্গে প্রিমিয়ার ইউনিভাসির্টির চুক্তি হয়েছে, প্রত্যেক শিক্ষার্থীকে তারা প্রতিমাসে (৩০দিন) অত্যন্ত কম মুল্যে অর্থাৎ ১৯৯/- (একশত নিরানব্বই) টাকায় ৩০ জিবি ডাটাপ্যাক প্রদান করবে। এই চুক্তি অনু্যায়ী প্রিমিয়ার ইউনিভাসির্টির প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিনা মুল্যে রবি সিম ও প্রতি এস.এম.এস চার্জ ৪৫ পয়সা, (প্রতি সেকেন্ড পালস হিসাবে) প্রতি মিনিট কল চার্জ ৬০ পয়সার রেটে প্রদান করা হবে।
এরই আলোকে প্রিমিয়ার ইউনিভাসির্টি কর্তৃপক্ষ কর্তৃক বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আগ্রহী সকল শিক্ষক-শিক্ষার্থীকে তাদের মোবাইল নম্বর প্রিমিয়ার ইউনিভাসির্টির আইটি বিভাগে বা স্ব-স্ব বিভাগে জমা দেয়ার জন্য অনুরোধ করা হ’ল।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScfmLgsvnZ5Lv3XK3VwW6Xh2kYLS5O4oN4UdBuYp4bxf_HpTA/viewform
*** যোগাযোগঃ আইটি অফিস, প্রিমিয়ার ইউনিভাসির্টি, ফোনঃ +8801313044519