
প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে কোয়ালিটি অ্যাসিওরেন্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, বিকেল ৪টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য ও কোয়ালিটি অ্যাসিওরেন্স কমিটির সভাপতি প্রফেসর ড. অনুপম সেন।
সভায় বিভিন্ন বিভাগ কর্তৃক স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য আবেদনের লক্ষ্যে প্রস্তুতকৃত সেল্ফ অ্যাসেসমেন্ট রিপোর্ট এবং স্ট্র্যাটেজিক ইমপ্রোভমেন্ট প্ল্যান নিয়ে আলোচনা করা হয়। কোর্স ইভাল্যুয়েশন ফর্মসমূহ ও আইকিউএসির লোগো অনুমোদন করা হয়। এছাড়া কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির বিগত সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়।
সভায় কোয়ালিটি অ্যাসিওরেন্স কমিটি (কিউএসি)-র সদস্য হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার ও আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. তৌফিক সাঈদ, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মিহির কুমার রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর আবদুল্লাহ আল ফারুক, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, আইকিউএসির অ্যাডিশনাল ডিরেক্টর প্রফেসর এম মঈনুল হক এবং সদস্য-সচিব হিসেবে আইকিউএসির অ্যাডিশনাল ডিরেক্টর সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইফতেখার মনির উপস্থিত ছিলেন।
Notice for Candidates Seeking Admission to B. Sc (Engineering) in CSE Program Batch # 48th, Session: Fall, 2025 Date of Admission Test-23/11/2025
Read MoreNotice for Candidates Seeking Admission to M. Sc (Engineering) in CSE Program Batch # 6th, Session: Fall, 2025 Date of Admission Test-23/11/2025
Read MoreNotice for Candidates Seeking Admission to B. Sc (Engineering) in CSE Program Batch # 48th, Session: Fall, 2025 Date of Admission Test-22/09/2025
Read MoreNotice for Candidates seeking Admission to B. A. (Honors) in English Program Batch: 47 Session: Fall, 2025 Date : 24.09.2025
Read MoreBBA (4-Year) Admission Test Result (Batch – 51), Publication of Result: September 15, 2025
Read MoreNotice for Candidates seeking Admission to B. A. (Honors) in English Program Batch: 47 Session: Fall, 2025
Read MoreNo Objection Certificate for Vice Chancellor Professor S. M. Nasrul Quadir's Visit to Australia – August 2025
Read MoreSunday, 19 May, 2024
প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে কোয়ালিটি অ্যাসিওরেন্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, বিকেল ৪টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য ও কোয়ালিটি অ্যাসিওরেন্স কমিটির সভাপতি প্রফেসর ড. অনুপম সেন।
সভায় বিভিন্ন বিভাগ কর্তৃক স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য আবেদনের লক্ষ্যে প্রস্তুতকৃত সেল্ফ অ্যাসেসমেন্ট রিপোর্ট এবং স্ট্র্যাটেজিক ইমপ্রোভমেন্ট প্ল্যান নিয়ে আলোচনা করা হয়। কোর্স ইভাল্যুয়েশন ফর্মসমূহ ও আইকিউএসির লোগো অনুমোদন করা হয়। এছাড়া কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির বিগত সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়।
সভায় কোয়ালিটি অ্যাসিওরেন্স কমিটি (কিউএসি)-র সদস্য হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার ও আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. তৌফিক সাঈদ, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মিহির কুমার রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর আবদুল্লাহ আল ফারুক, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, আইকিউএসির অ্যাডিশনাল ডিরেক্টর প্রফেসর এম মঈনুল হক এবং সদস্য-সচিব হিসেবে আইকিউএসির অ্যাডিশনাল ডিরেক্টর সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইফতেখার মনির উপস্থিত ছিলেন।