প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ‘ইপসা’ শিখা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, বিকেল ৩টায়। ব্র্যাক এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হলো—শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন, অনলাইন প্ল্যাটফর্ম এবং কমিউনিটিতে জেন্ডারভিত্তিক সহিংসতা, যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধ ও প্রতিকারে টেকসই ব্যবস্থা তৈরি করা। এই সভায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।
সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের একটি সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয় এবং এই প্রকল্প কীভাবে লিঙ্গবৈষম্য নিরসনে গুণগত পরিবর্তন আনতে সহায়তা করবে সে-সম্পর্কে একটি ধারণা প্রদান করা হয়। আলোচনায় অংশগ্রহণকারী সকলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সচেতনতা, প্রতিরোধ ও সহায়তা কাঠামো শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, আজকের এই সুন্দর সভা আয়োজন করার জন্য ইপসাকে ধন্যবাদ জানাই। আপনারা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে যে-কাজ করবেন, সেখানে আপনাদের নিজেদের উদ্যোগের পাশাপাশি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের লিঙ্গবৈষম্য এবং যৌন হয়রানি নিরসনে যে-কমিটি ও কার্যক্রম রয়েছে সেগুলোর সহযোগিতা নিবেন। আপনারা শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তাদের প্রশিক্ষণ দিবেন বলছেন। আপনাদের এই প্রশিক্ষণ হয়ে গেলে তাদের মাধ্যমে আরো অনেকে এটা সম্পর্কে জানবে, যা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে লিঙ্গবৈষম্য কমিয়ে আনতে বিশেষভাবে সহায়ক হবে।
স্বাগত বক্তব্য রাখেন প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহের নিগার। তিনি প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী বলে অবহিত করেন।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমেস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সৈয়দা হালিমা বেগম, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুর রহিম ও গাজী শাহাদাত হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জুলিয়া পারভীন, সুপ্রীম কোর্টের আইনজীবী আফরোজা মেহনাজ, প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক উম্মে সালমা, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আবিদা নাজিয়া, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক তন্বী ধুম ও ডেপুটি রেজিস্ট্রার নাসরিন আক্তার। এছাড়া ইপসা’র মিল অফিসার মোরশেদ হাসান মোল্লা, ‘ইপসা’ শিখা প্রজেক্টের ম্যানেজার তুষার কুমার রায়, প্রজেক্ট অফিসার মো. রাশেদ, অ্যাসোসিয়েট ফিল্ড অফিসার মিশকাত হোসাইন ও স্যোশাল কমপ্লায়েন্স ব্র্যাকের সিনিয়র স্যোশাল কমপ্লায়েন্স ডেভেলপার রাশেদুজ্জামান ভুঁইঞা উপস্থিত ছিলেন।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগে ‘আধুনিক সুইচগিয়ার অ্যান্ড প্রটেকশন’ ল্যাবের উদ্বোধন ।
International Seminar on “Digital Transformation and Emerging Technologies for Sustainable Development” organized by Premier University and four other universities
প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ‘ইপসা’ শিখা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, বিকেল ৩টায়। ব্র্যাক এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হলো—শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন, অনলাইন প্ল্যাটফর্ম এবং কমিউনিটিতে জেন্ডারভিত্তিক সহিংসতা, যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধ ও প্রতিকারে টেকসই ব্যবস্থা তৈরি করা। এই সভায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।
সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের একটি সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয় এবং এই প্রকল্প কীভাবে লিঙ্গবৈষম্য নিরসনে গুণগত পরিবর্তন আনতে সহায়তা করবে সে-সম্পর্কে একটি ধারণা প্রদান করা হয়। আলোচনায় অংশগ্রহণকারী সকলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সচেতনতা, প্রতিরোধ ও সহায়তা কাঠামো শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, আজকের এই সুন্দর সভা আয়োজন করার জন্য ইপসাকে ধন্যবাদ জানাই। আপনারা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে যে-কাজ করবেন, সেখানে আপনাদের নিজেদের উদ্যোগের পাশাপাশি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের লিঙ্গবৈষম্য এবং যৌন হয়রানি নিরসনে যে-কমিটি ও কার্যক্রম রয়েছে সেগুলোর সহযোগিতা নিবেন। আপনারা শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তাদের প্রশিক্ষণ দিবেন বলছেন। আপনাদের এই প্রশিক্ষণ হয়ে গেলে তাদের মাধ্যমে আরো অনেকে এটা সম্পর্কে জানবে, যা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে লিঙ্গবৈষম্য কমিয়ে আনতে বিশেষভাবে সহায়ক হবে।
স্বাগত বক্তব্য রাখেন প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহের নিগার। তিনি প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী বলে অবহিত করেন।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমেস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সৈয়দা হালিমা বেগম, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুর রহিম ও গাজী শাহাদাত হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জুলিয়া পারভীন, সুপ্রীম কোর্টের আইনজীবী আফরোজা মেহনাজ, প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক উম্মে সালমা, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আবিদা নাজিয়া, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক তন্বী ধুম ও ডেপুটি রেজিস্ট্রার নাসরিন আক্তার। এছাড়া ইপসা’র মিল অফিসার মোরশেদ হাসান মোল্লা, ‘ইপসা’ শিখা প্রজেক্টের ম্যানেজার তুষার কুমার রায়, প্রজেক্ট অফিসার মো. রাশেদ, অ্যাসোসিয়েট ফিল্ড অফিসার মিশকাত হোসাইন ও স্যোশাল কমপ্লায়েন্স ব্র্যাকের সিনিয়র স্যোশাল কমপ্লায়েন্স ডেভেলপার রাশেদুজ্জামান ভুঁইঞা উপস্থিত ছিলেন।