প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের বিএসসি (অনার্স) এবং মাস্টার্স প্রোগ্রামসমূহে অধ্যয়নরত ছাত্রীদের অংশগ্রহণে সমাপ্ত হল ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৩। এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ০৭ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার। বিভিন্ন সেমিস্টারে অধ্যয়নরত ছাত্রীদের সমন্বয়ে আলফা, বিটা, গামা, ডেল্টা, এপ্সাইলন, পাই, রো, সিগমা এবং টাউ নামের নয়টি দ্বৈত টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গ্রুপ পর্ব, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল এই চার ধাপে প্রতিযোগিতা সম্পন্ন হয়। গ্রুপ পর্বের খেলাসমূহ রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে এবং অন্য খেলাসমূহ নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় প্রান্তিকা বড়ুয়া ও নিলা বড়ুয়ার সমন্বয়ে গঠিত পাই টিম চ্যাম্পিয়ন, আনিকা রহমান ও সানজিদা আক্তার দীপ্তির সমন্বয়ে গঠিত গামা টিম রানার-আপ এবং আকলিমা খাতুন ও পূজাশ্রী বিশ্বাসের আলফা টিম ৩য় হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত ক্লাবের সহোযোগিতায় এই টুর্নামেন্টের সার্বিক সমন্বয় করেন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস। এই ক্রীড়াসমূহে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ইনডোর গেইমস এন্ড স্টুডেন্ট ক্লাব এক্টিভিটিস জোন’ উদ্বোধনে সিটি মেয়র
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে বর্ষবরণ অনুষ্ঠান
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে জরায়ু-মুখ ক্যান্সার টিকার ২য় ডোজ প্রদান কর্মসূচি সম্পন্ন
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট (সিজন-১) অনুষ্ঠিত হয়েছে
Read MoreLIT Fest 2025 Held at Premier University
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে হিম উৎসব ও কাওয়ালী সন্ধ্যা
Read MoreMonday, 11 December, 2023
প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের বিএসসি (অনার্স) এবং মাস্টার্স প্রোগ্রামসমূহে অধ্যয়নরত ছাত্রীদের অংশগ্রহণে সমাপ্ত হল ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৩। এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ০৭ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার। বিভিন্ন সেমিস্টারে অধ্যয়নরত ছাত্রীদের সমন্বয়ে আলফা, বিটা, গামা, ডেল্টা, এপ্সাইলন, পাই, রো, সিগমা এবং টাউ নামের নয়টি দ্বৈত টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গ্রুপ পর্ব, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল এই চার ধাপে প্রতিযোগিতা সম্পন্ন হয়। গ্রুপ পর্বের খেলাসমূহ রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে এবং অন্য খেলাসমূহ নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় প্রান্তিকা বড়ুয়া ও নিলা বড়ুয়ার সমন্বয়ে গঠিত পাই টিম চ্যাম্পিয়ন, আনিকা রহমান ও সানজিদা আক্তার দীপ্তির সমন্বয়ে গঠিত গামা টিম রানার-আপ এবং আকলিমা খাতুন ও পূজাশ্রী বিশ্বাসের আলফা টিম ৩য় হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত ক্লাবের সহোযোগিতায় এই টুর্নামেন্টের সার্বিক সমন্বয় করেন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস। এই ক্রীড়াসমূহে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির ও অন্যান্য শিক্ষকবৃন্দ।