
০২ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, বেলা ১২টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ভবনের সেমিনার কক্ষে স্থাপত্য বিভাগের শিক্ষকদের নিয়ে স্থাপত্য বিভাগের বিভিন্ন শিক্ষা কার্যক্রম বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। সভায় স্থাপত্য বিভাগের শিক্ষকবৃন্দ বিগত সেমিস্টারে পেনডেমিক সত্ত্বেও কিভাবে তাঁদের কার্যক্রম অনলাইনে অব্যাহত রেখেছেন, কিভাবে বিভাগ বিভিন্ন সেমিস্টার সম্পন্ন করেছে তা অবহিত করেন। সভায় নতুন যে-সেমিস্টার শীঘ্রই শুরু হতে যাচ্ছে, সেই সেমিস্টারের শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালনা করা হবে, তা বিস্তারিত ও অনুপুঙ্খভাবে উত্থাপন করা হয়। এই সভায় বিশেষভাবে আলোচনা করা হয়, স্থাপত্য বিষয়টি আপাতঃদৃষ্টিতে কঠিন মনে হলেও, তা কঠিন নয়। নতুন শিক্ষার্থীদের কাছে তা বোধগম্য করে সহানুভূতির সঙ্গে উপস্থাপন করতে হবে। সভায় বিশেষভাবে আলোচিত হয়, বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে স্থাপত্য জ্ঞান কিভাবে অবদান রাখবে, সেই বিষয়ে; বিশেষত নগরায়ণের ক্ষেত্রে।
সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান, বিশিষ্ট স্থপতি সোহেল এ. শাকুর এবং রেজিস্ট্রার জনাব খুরশিদুুর রহমান। স্থাপত্য বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বস্থপতি হোসেন মুরাদ, ইমরান বিন হোসাইন, কুহেলি চৌধুরী, রাবেয়া নুসরাত নিভা, মো. ওবাইদুল হক, সায়মা জাহান, সারাহ্ মোবাশ্বেরা, আলী আকবর রাজন, মেহেনাজ হাসান রাখি, মো. মাইনুল হাসান তুহিন, নোবেল মল্লিক, আব্বাসি খানম, সালমা আকতার ও শেখ মাহফুজ আলম প্রমুখ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ‘ড্রামা ফেস্ট: ফ্রম পেজ টু স্টেজ’ অনুষ্ঠিত ।
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিয়া আখতারের পিএইচডি ডিগ্রি অর্জন ।
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ ।
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘রেস্টোরেশন ও ১৮ শতকের সাহিত্য’ শীর্ষক পোস্টার প্রদর্শনী ।
Read More
Meeting on the Expansion of Higher Education between Premier University and UTS College Bangladesh.
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ।
Read MoreTuesday, 2 February, 2021
০২ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, বেলা ১২টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ভবনের সেমিনার কক্ষে স্থাপত্য বিভাগের শিক্ষকদের নিয়ে স্থাপত্য বিভাগের বিভিন্ন শিক্ষা কার্যক্রম বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। সভায় স্থাপত্য বিভাগের শিক্ষকবৃন্দ বিগত সেমিস্টারে পেনডেমিক সত্ত্বেও কিভাবে তাঁদের কার্যক্রম অনলাইনে অব্যাহত রেখেছেন, কিভাবে বিভাগ বিভিন্ন সেমিস্টার সম্পন্ন করেছে তা অবহিত করেন। সভায় নতুন যে-সেমিস্টার শীঘ্রই শুরু হতে যাচ্ছে, সেই সেমিস্টারের শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালনা করা হবে, তা বিস্তারিত ও অনুপুঙ্খভাবে উত্থাপন করা হয়। এই সভায় বিশেষভাবে আলোচনা করা হয়, স্থাপত্য বিষয়টি আপাতঃদৃষ্টিতে কঠিন মনে হলেও, তা কঠিন নয়। নতুন শিক্ষার্থীদের কাছে তা বোধগম্য করে সহানুভূতির সঙ্গে উপস্থাপন করতে হবে। সভায় বিশেষভাবে আলোচিত হয়, বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে স্থাপত্য জ্ঞান কিভাবে অবদান রাখবে, সেই বিষয়ে; বিশেষত নগরায়ণের ক্ষেত্রে।
সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান, বিশিষ্ট স্থপতি সোহেল এ. শাকুর এবং রেজিস্ট্রার জনাব খুরশিদুুর রহমান। স্থাপত্য বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বস্থপতি হোসেন মুরাদ, ইমরান বিন হোসাইন, কুহেলি চৌধুরী, রাবেয়া নুসরাত নিভা, মো. ওবাইদুল হক, সায়মা জাহান, সারাহ্ মোবাশ্বেরা, আলী আকবর রাজন, মেহেনাজ হাসান রাখি, মো. মাইনুল হাসান তুহিন, নোবেল মল্লিক, আব্বাসি খানম, সালমা আকতার ও শেখ মাহফুজ আলম প্রমুখ।