PU Applications

Premier University Mobile Apps
Premier University Information System android apps for Students and Faculties
Click here for download

Webmail Logo
Premier University Webmail Service. To get click here

Profile Login

User Login Form

 News
যৌক্তিক হিসাব বিজ্ঞান গড়ে উঠার কারণে ব্যবসা-বাণিজ্য ও পুঁজির ক্রমবর্ধমান বিকাশ ঘটেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন।
March 15, 2018

যৌক্তিক হিসাব বিজ্ঞান গড়ে উঠার কারণে ব্যবসা-বাণিজ্য ও পুঁজির ক্রমবর্ধমান বিকাশ ঘটেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন। বুধবার (১৪ মার্চ) নগরীর দামপাড়ার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে আয়োজনে "Accounting Ecstasy" নামক এক প্রর্দশনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. অনুপম সেন বলেন, প্রাচীন সমাজে ব্যবসা-বাণিজ্য বিশালভাবে গড়ে না উঠায় বিনিময় প্রথা চালু ছিল। তখন বস্তুর সাথে বস্তুর বিনিময় হতো। আমরা যে সিভিল সোসাইটির কথা বলি, তা মূলত গড়ে উঠে বস্তুর পণ্য হওয়ার সময় থেকে। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে হিসাব বিজ্ঞানের ইতিহাস ও কৌটিল্যের অর্থশাস্ত্রের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক স্টিভ অস্কার ডি’ রোজারিও-র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক অমল ভূষণ নাগ ও ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারি ডিন মঈনুল হক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সহকারী নাঈমা নাজনিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সুজন কান্তি বিশ্বাস, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সাদিয়া আখতার, ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান আফসানা ইয়াসমিন। এছাড়াও সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দও উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি হিসাব বিজ্ঞান বিভাগের প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনীতে আধুনিক হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানের ইতিহাস, মেসোপটেমিয়া সভ্যতা, ব্যাংকিংয়ের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধ, হিসাব বিজ্ঞানের জনকের ছবি ও তথ্য, কৃষি উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রভৃতি প্রজেক্ট ও বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়।