
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের উদ্যোগে সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) নগরের জিইসি এলাকার ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহীত উল আলম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী। সেমিনারে ‘নজরুল’স ওয়ে অফ ভার্নাকুলারাইজিং ইসলাম’, ‘ইম্পোরটেন্স অফ ফরমেটিভ অ্যাসেসমেন্ট’ এবং ‘কলোনিয়ালিজম: ব্লেসিংস ইন ডিসগাইজ’ শীর্ষক তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহীত উল আলম, সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন এবং প্রভাষক জয়নব তাবাসসুম বানু। ইংরেজি বিভাগের প্রভাষক সৈয়দা সালমা আকতারের সঞ্চালনায় ইংরেজি ভাষা ও সাহিত্য সংশ্লিষ্ট ধ্রুপদী ও সমকালীন বিভিন্ন বিষয় ভিত্তিক সেমিনারে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।