
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ভবনে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে এই বিভাগের তৃতীয় ব্যাচের ফাইনাল জুরি-২০১৮ অনুষ্ঠিত হয়। স্থাপত্য বিভাগের চেয়ারম্যান সোহেল শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে জুরার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভাসিির্ট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. কাজি আজিজুল মওলা ও সহযোগী অধ্যাপক শামিম আরা হাসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ডিজাইনের ডিন অধ্যাপক ড. ফুয়াদ এইচ মল্লিক, আহসানুল্লাহ ইউনিভাসিির্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক এবিএম মাহবুবুল মালিক। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক আশিকুর রহমান এবং এই বিভাগের অন্য শিক্ষকরা। অনুষ্ঠানে তৃতীয় ব্যাচের শিক্ষাথীের্দর ডিজাইন ও মডেল প্রদশর্ন করা হয়।