
প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের রোবটিক্স ক্লাব কর্তৃক "নবায়নযোগ্য শক্তি ও ভবিষ্যৎ বাংলাদেশ" শীর্ষক এক পোষ্টার প্রেজেন্টেশান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে উক্ত প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।
প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্ভোধন করেন এবং পোষ্টার প্রদর্শনীর স্থল ঘুরে দেখেন. উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IEEE SEIT এর প্রেসিডেন্ট ও IEEE হিউম্যানিটেরিয়ান অ্যাকটিভিটিস কমিটির চেয়ারম্যান ড. পল এম কানিংহাম, IEEE বাংলাদেশ সেকশনের কনফারেন্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক , IEEE প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের চিফ অ্যাডভাইজার প্রফেসর ড. তৌফিক সাঈদ এবং রোবটিক্স ক্লাবের অ্যাডভাইজার মো. সাইফুদ্দীন মুন্না। রোবটিক্স ক্লাবের সভাপতি শামসুল আরেফিন রাজীব ও সাধারণ সম্পাদক এহসান সানির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষক রাহুল চৌধুরী, আকরামুল হক ও সরিৎ ধর। অনুষ্ঠান শেষে প্রতযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।