
হাজারী লেইনস্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ভবনে অর্থনীতি বিভাগের সেল্ফ অ্যাসেসমেন্ট (এসএ) কমিটির উদ্যোগে ‘কারিকুলাম ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষজ্ঞ বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল হোসাইন এবং সহযোগী অধ্যাপক মো. তারিকুল হাসান চৌধুরী। সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধান এবং বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় কমিটির সদস্য বিদ্যুৎ কান্তি নাথ, বদরুল হাসান আউয়ালসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তারা অর্থনীতি বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামের কারিকুলাম পরিবর্তন সম্পর্কিত বিস্তারিত দিক নির্দেশনা দেন।